Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

‘‘সিটিজেন চার্টার’’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রন দপ্তর, ডিমলা, নীলফামারী।

 

ক্রঃ নং

সেবা সমূহ

সেবা প্রদানের সময়

অভ্যন্তরীন খাদ্যশস্য সংগ্রহ কালীন সময়ে সরকারীভাবে চুক্তিবদ্ধ হয়ে খাদ্য গুদামে চাল সরবরাহে ইচ্ছুক বৈধ চালকল মালিকদের এবং গম বিক্রেতাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান।

অফিস সময়

বিভিন্ন মন্ত্রনালয়/বিভাগের বরাদ্দকৃত খাদ্য শস্যের যেমন, কাবিখা, টিআর, ভিজিডি, ভিজিএফ, জিআর ইত্যাদি খাতের চাহিদার প্রেক্ষিতে ডিও ধারীগণকে ডেলিভারী আদেশ জারী ও সরবরাহ নিশ্চিত করন।

’’

সরকারী আদেশের প্রেক্ষিতে ও এম এস ইউনিয়ন পর্যায়ে হত দরিদ্র ও সরকারী ৪র্থ শ্রেনীর কর্মচারীদের মাঝে খাদ্য শস্য বিতরন।

’’

খাদ্য শস্যের ব্যবসায়ীদের লাইসেন্স ইস্যুকরন ব্যবস্থা ও মজুদ বিরোধী আইন সর্ম্পকে ব্যবসায়ীদের কে সচেতনতা প্রদান।

’’

উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে জারীকৃত যে কোন আদেশের বাস্তবায়ন ও তদানুযায়ী সেবা প্রদান।

’’

 

 

 

 

সময়মত সহায়তা পাওয়া না গেলে যার কাছে অভিযোগ করবেনঃ-

 

১। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক

ডিমলা, নীলফামারী।

ফোন- 01712215117

২। জেলা খাদ্য নিয়ন্ত্রক

নীলফামারী।

ফোন- ০৫৫১-৬১৪৪৮